28 C
Dhaka
মে ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

দক্ষিণাঞ্চলের উন্নয়নে শক্ত স্তম্ভ আবুল হাসানাত আবদুল্লাহ

শেখ সুমন:

বরিশাল নগরীর ২০নং ওয়ার্ড আয়োজিত কৃতজ্ঞতা প্রকাশ ও মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের সচিব আবদুল মালেক বলেছেন, বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের উন্নয়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়নর ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ একটি শক্ত স্থম্ভ। দক্ষিণাঞ্চলের উন্নয়নের ব্যাপারে আবুল হাসানত আবদুল্লাহ কাউকে সাট দেননা। যার ফলশ্র“তিতে বরিশাল সহ গোটা দক্ষিনাঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই ধারা অবহ্যত রাখতে কাজ করছেন তারা।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য তৃণ মূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। যা বাস্তবায়নের জন্য কাজ করছেন সরকারী কর্মকর্তা কর্মচারীরা। বরিশালে এ উন্নয়নের ধারা অবহ্যত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৩০টি ওয়ার্ডের মধ্যে ২০নং ওয়ার্ডে সমহারে উন্নয়নের পাশাপাশি প্রায় ৩ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ হয়েছে এছাড়াও ২০নং ওয়ার্ড উন্নয়নের রোল মডেল হিসাবে গোটা এলাকায় গতকাল এলিডি বাল্ব জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। গতকাল এলিডি বাল্ব উদ্বোধন করেন তথ্য মন্ত্রনালয়ের সচিব (সাবেক স্থানীয় সরকার মন্ত্রনায়লয়ের সচিব) আবদুল মালেক। ২০নং ওযার্ডে স্বাস্থ্য সেবা কেন্দ্র, কমিউনিটি সেন্টার,বিএম কলেজ এলাকায় ড্রেনেস ব্যবস্থার উন্নয়ন সহ নানান উন্নয়নে সহযোগীতার আশ্বাস দেন তিনি।

গতকাল প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে স্থানীয় জনপ্রিয় কাউন্সিলর এস.এম জাকির হোসেনের প্রচেষ্টায় ২০নং ওয়ার্ডে প্রায় ৩ কোটি টাকার বারতি উন্নয়ন হওয়ায় কাউন্সিলর এস.এম জাকির হোসেনের প্রসংশা করেন তিনি। কলেজ-রো জাহানারা ইসরাইল স্কুলে আয়োজিত এ সভায় ২০নং ওয়ার্ডের সকল শ্রেনী ও পেশার বিপুল সংখ্যক সুভান্যধায়ীরা ও এলাকাবাসী উপস্থিত হওয়ায় এস.এম জাকির হোসেন সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্য সচিব আবদুল মালেক। একই সাথে আগামী ১ বছরে গ্রাম পর্যায়ে সকল বাড়ীতে সরকারের প্রদেয় বিদ্যুৎ পৌছে দেয়ার সরকারের পরিকল্পনার কথা জানান তিনি।

২০নং ওয়ার্ড কাউন্সিলর এস. এম জাকির হোসেন তার বক্তব্যে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিগত সাড়ে ৪ বছরের ২০নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন। এলাকাবাসীকে নিয়ে এই উন্নয়নের ধারা অবহ্যত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বাউফল পৌর মেয়র জিয়া উল হক জুয়েলসহ অতিথিবৃন্দ। সভার শুরুতে তথ্য মন্ত্রনায়ের সচিব আবদুল মালেককে ফুল দিয়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ২০নং ওয়ার্ডের এলাকাবাসী, জাহানারা ইসরাইল স্কুল কর্তৃপক্ষ, বিএম কলেজ সাবেক অধ্যক্ষ বরিশালস্থ বাউফল সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official