স্টাফ রিপোর্টার//কাইয়ুম খান:
গতকাল (০৮ এপ্রিল) সোমবার সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা পরিবহন সংকট নিরসন সহ তিন দফা দাবীতে বিক্ষোভ করেছেন।
কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বেলা ১১ টায় বিক্ষোভ শুরু করা হয়। কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।মিছিল শেষে শিক্ষার্থীরা দাবী সমুহ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন কলেজ অধ্যক্ষর কাছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নূর নিরব, লোকমান হোসেন, সন্তু মিত্র, রনি, অন্বেশা দাস প্রমি প্রমূখ।
ঝালকাঠি,গৌরনদী,আগৈলঝাড়া, বাকেরগঞ্জ,বাবুগঞ্জ, বানারীপাড়া,লাহারহাট,উজিরপুর, হিজলা ও মুলাদী রুটে অতিশিঘ্র ১০টি বাস দিতে হবে বলে জানান বিএম কলেজ শাখা ছাত্র মৈত্রীর সভাপতি জয় চক্রবর্তী। তিনি আরো জানান, ফিটনেস বিহীন বাস বাতিল করে সকল রুটে নতুন বাস দিতে হবে এবং যতদিন নিজস্ব বাসের ব্যবস্থা না হবে ততদিন বিআরটিসি বা অন্য বাসের ব্যবস্থা করতে হবে।
এছাড়া শিক্ষার্থীদের বাস ছাড়ার সময় সূচিও পরিবর্তণের দাবী করা হয়েছে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত কর্তৃপক্ষকে সময় বেধে দেয়া হয়েছে দাবী বাস্তবায়নের জন্য। উক্ত সময়ের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন শিক্ষার্থীরা।