এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল শিক্ষাঙ্গন

বরিশাল পলিটেকনিকে ছাত্রদের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ

অনলাইন ডেস্ক:

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের পর পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টায় প্রথমে ক্যাম্পাসের কম্পিউটার ভবনের সামনে ইলেক্ট্রামেডিকেল বিভাগের প্রধান আনিসুর রহমানকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীদের একাংশ।

পরে শিক্ষকদের হস্তক্ষেপে বিক্ষোভকারী ছাত্রদের প্রতিনিধি জুনায়েদ ইসলাম রাফি ও সাজ্জাদ আহম্মেদ শান্ত শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী সমাপ্ত করেন।

এ বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মেনিলা, তন্নি, অভিজিৎ, হাবিব, নাজিম, মুসফিক, রাসেদ, রানা, পাভেল, হাসিব প্রমূখ।

অপরদিকে কলেজ ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযোদ্ধা আবাসিক হলের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান আনিচুর রহমানের বিরুদ্ধে শ্লোগান দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে।

এসময় তারা ক্লাশ বন্ধ করে জোড় করে ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে শিক্ষার্থীদের আটকে রেখে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।

মুক্তিযোদ্ধা আবাসিক ছাত্রাবাসের সিভিল ডিপার্টমেন্টের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী মো. শাকিল জানান, শিক্ষক আনিচুর রহমান প্রায় সময় আবাসিক শিক্ষার্থীদের উপর নানা কারনে নির্যাতন করে আসার কারনেই এই প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।

তবে মো. সাজ্জাদ আহমেদ শান্ত ও মো. জুনায়েদ ইসলাম বলেন, আমরা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ও শিক্ষক আনিচুর রহমানকে হোস্টেলের শিক্ষার্থীরা লাঞ্ছিত করার প্রতিবাদে সাধারন শিক্ষার্থীরা বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছি।পরে শিক্ষকদের অনুরোধে আমরা সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি বন্ধ করে দিয়ে তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে সহযোগীতা করেছি। এতে হোস্টেলের অতি উৎসাহী ছাত্ররা হামলার চেষ্টা করলেও তারা তা পারেনি।

উল্লেখ্য, শনিবার সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে দুই গ্রুপ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ৭ জন আহত হয়।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official