বরিশালে প্রাণঘাতী ভাইরাস করোনার আক্রান্ত বা উপসর্গ জরুরী রোগীদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বহন করার জন্য বরিশাল জেলা সমাজতান্ত্রিক দল (বাসদের) পক্ষ থেকে বরিশাল নগরীতে জরুরী ৫টি অটো রিক্সা পরিবহনের মাধ্যমে ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করেছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডস্থ অশিশ্বী কুমার টাউন হল চত্বর থেকে এ নির্ভয়, আস্থা, সোহার্দ্য, অরোগ্য ও মুক্তি নামের ৫টি আটো গাড়ীর মাধ্যমে জরুরী রোগী পরিবনের মাধ্যমে ফ্রি এম্বুলেন্স সার্ভিস কার্যকম চালু করা হয়েছে।
এখানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা বাসদের আহবায়ক ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ স্বেচ্ছাসেবক সদস্য চালকরা।
এসময় সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন- বরিশালে আমরা শুরু থেকেই করোনা প্রতিরোধে বিভিন্ন প্রচার-প্রচারনা করে সাধারন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছি। তাছাড়া এখানে আমাদের পক্ষ থেকে প্রতিদিনই মাস্ক, হ্যান্ডওয়াস ও খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আমাদের এধরনের কর্মসূচি ছিল সামনে এধারা অব্যাহত থাকবে।