স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টার দিকে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী দুই বোনের মৃত্যু হয়েছে, বরিশাল জেলার হিজলা উপজেলায়।
এ উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ২ জন এক অপরের মামাতো-ফুফাতো বোন। তাদের একজনের নাম ইভা আক্তার ও ২য় জনের নাম রাইশা আক্তার। ইভা আক্তারের বাড়ি ওই গ্রামেই, তার বাবার নাম দিদার হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা যায় , ইভা ও রাইসা বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। খেলতে খেলতে তারা পুকুরে পরে যায় এবং আসে পাশে কেউ না থাকার কারনে পানিতে ডুবে যায়। অনেকক্ষুন পর তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোজার এক পর্যায় তাদেরকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
পুকুর থেকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানের দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।