স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
গতকাল ১৭ এপ্রিল বুধবার সেবা পরিবহনের একাটি গাড়ি লামিয়া আক্তার (৮) নামে এক স্কুল ছাত্রীকে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই লামিয়া আক্তার মারা যায়।
দূর্ঘটনাটি ঘটে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরিশাল টু নেছারাবাদ সড়কের গাবতলায়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়,পশ্চিম নারায়নপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে ২য় শ্রেনিতে পড়াশুনা করত লামিয়া আক্তার। স্কুলের সামনের রাস্তা দিয়ে হাটার সময় সেবা পরিবহনের একটি গাড়ি পিছন থেকে লামিয়াকে ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলেই লামিয়া আক্তার মারা যায়।
লামিয়া আক্তারের পিতার নাম খায়রুল সিকদার। তাদের বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম নারায়নপুরে। স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে দূর্ঘটনার পর পরই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিকে আনার চেষ্টা করে। লামিয়া আক্তারকে চাপা দেয়া বাসটি একই সড়কের গুয়াচিত্রা নামক স্থান থেকে আটক করা হলেও চালক ও হেলপাড় পালিয়ে যায়।