30 C
Dhaka
মে ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ১৪ ব্যক্তি-ব্যবসাপ্রতিষ্ঠানকে সাড়ে ৪৭ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধ ও পবিত্র মাহে রমজানে বাজার নিয়ন্ত্রন করতে বরিশালজুড়ে চলছে প্রশাসনিক তৎপরতা। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং,সামাজিক দূরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধে বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় অধিক মূল এবং অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ১৩ টি ব্যবসাপ্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ৪৭ হাজার ৫০০ টাকা টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল থেকে ভ্রাম্যমান আদালতের ৪টি টিম পৃথক পৃথক ভাবে নগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, পুলিশ লাইন, বাজার রোড, গীর্জা মহল্লা, চকবাজার, বাজার রোড, জেলা খানার মোড়, কাঠপট্টি এলাকায় জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাস্ক পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা। অভিযান পরিচালনাকালে বিজয় স্টোর এবং আলমগীর স্টোর (নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়কারী) প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা এবং অধিক দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অমীত সাহা নামে এক ব্যক্তি প্রতি কেজি ৯০ টাকার মুড়ি ১৪০ টাকা বিক্রয় করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পলাশ নামে এক ব্যক্তিকে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা।

 

অপর একটি ভ্রাম্যমাণ আদালতের টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে বাংলাবাজার ও রূপাতলী বাজারে দ্রব্যমূল্যের তালিকা না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে চারটি দোকানকে ভিন্ন ভিন্ন অংকে ১১ হাজার টাকা এবং সিএনবি রোডে বাড়ির নির্মাণ কাজে শ্রমিক সমাগমের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরীর অপরাধে বাড়ির মালিক মোঃ ফজলুল হককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইনানুগ সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম।

 

অপর একটি ভ্রাম্যমাণ আদালতের টিমে অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী। এ সময় নগরীর চকবাজার এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে ১টি দোকানকে করোনার ঝুঁকি বৃদ্ধি করার দায়ে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করেন মেজর জাহাঙ্গীর সহ র‌্যাব-৮ এর একটি টিম।

 

অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় নগরীর বিভিন্ন স্থানে প্রচার প্রচারণাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে অবস্থা করার অনুরোধ করেন। এসময় ক্রোকারিজসহ নানা অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা এবং অভিযোগের ভিত্তিতে ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পন্য বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

 

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official