স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
আজকাল বাইক মানেই ফ্যাশন। আর বাইক চালিয়ে কে কার আগে যাবে এটা যেন একটা অলিখিত প্রতিযোগিতা। বিশেষ করে ইয়াং জেনারেশনের ভিতর এটা দেখা যায় প্রচুর পরিমানে। সবার ভিতর একটাই কাজ কে কার আগে দ্রুত যাবে।
কিন্তু দ্রুত যেতে গিয়ে অনেকে নিজের ভুলের কারনে বা কেউ অন্যের ভুলের কারনে হারিয়ে বসেন নিজের জীবনটা। তেমনি এক ঘটনা ঘটেছে গতকাল ২৫ এপ্রিল রাতে। দ্রুত গতির জন্য দিতে হল নিজের মূল্যবান প্রান।
গতকাল ২৫ এপ্রিল রাত ১০টা ১০ মিনিটের সময় ঢাকা জেলার হাতিরঝিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীদের কাছ থেকে জানা যায়, গতকাল রাত ১০ টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল ২ নম্বর ব্রিজের সামনে দিয়ে লাল রঙের একটা সিবিয়ার বাইক অতিরিক্ত দ্রুততার সাথে তাও দিয়ে যাচ্ছিল। বাইকে আরহি ছিলেন ২জন। হটাৎ করে বাইকের সামনে স্পিড ব্রেকার পরে তারফলে ড্রাইভার কন্ট্রোল হারিয়ে স্পিড ব্রেকারের উপর বাইক নিয়ে উল্টে পরেন।বাইক উল্টে প্রচন্ড গতির কারনে কিছুদুর ছিটকে যায়।
আরহি ২জন একজনের মাথায়ও হেলমেট ছিল না। হেলমেট না থাকার কারনে ২জনেরই মাথা থেতলে যায়। মারাত্মক আহত অবস্থায় তাদের ২জনকে আশে পাশের লোকজন তেজগাঁও শমরিতা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এবং অপরজনের অবস্থা খুবই খারাপ বলে জানান।