স্টাফ রিপোর্টার //সাইফুল ইসলাম :
বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে অফিস,শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজার বন্ধ এবং হোম কোয়ারেন্টাইনে থাকতে বললেও রাস্তা-ঘাট ও হাট-বাজারে গণ জমায়েত ঠেকানো যাচ্ছেনা। সড়কে চলছে বিভিন্ন যানবাহন। প্রশাসন এবাপারে কঠোর হলেও মানুষ এটা মানছে না।
ফলে করোনাভাইরাসের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকার যুবব সমাজ নিজেরা চেষ্টা করছে নিজ নিজ এলাকাকে অন্য এলাকা হতে আলাদা করার। তারই ধারাবাহিকতায় বানারীপাড়া পৌর শহরের ২ নং ওয়ার্ডের সাথে কলেজ মোড় থেকে নাজিরপুর চলাচলের রাস্তাটি এলাকার যুবসমাজের উদ্যোগে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা সামাজিক ভাবে সবার মঙ্গলের কথা চিন্তা করে নিজ উদ্যোগে এমন কাজটি করেছে বলে জানায়। একইভাবে উপজেলার পশ্চিম চাখারের সম্পূর্ণ রাস্তা গ্রামবাসির উদ্যোগে লকডাউন করা হয়েছে (জরুরি সেবা ব্যতিত) সকল ধরনের যোগাযোগ তারা বন্ধ করার জন্য রাস্তায় গাছের গুড়ি ফেলে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে দক্ষিণ নাজিরপুর যুবসংঘের সদস্যরা জানায়- আমাদের সবার উচিত নিজেদেরকে সুরক্ষা করা। আর বহিরাগত লোকদের মহল্লার ঢোকা থেকে বিরত রাখা। এতে করে আমার আপনার ও সকল পরিবার নিরাপদ থাকবে এবং দেশের মানুষ ভালো এবং সুস্থ থাকবে।