স্টাফ রিপোর্টার//কাইয়ুম খান:
বরাবরের ধারাবাহিকতা বজায় রেখে রং পেন্সিল মিডিয়া প্রকাশ করল তাদের এবারের বৈশাখি মিউজিক ভিডিও “এল রে রঙিলা বৈশাখ”।
এ মিউজিক ভিডিও টি পরিচালনা করেছেন শাওন তৌসিফ অরন্য। কোরিওগ্রাফি করেছেন তাসফিয়া ইসলাম মিম।
ছবি: শাওন অরন্য।
মিউজিক ভিডিও টিতে অভিনয় করেছেন বরিশালের সনামধন্য থ্রি এস ড্যান্স গ্রপের আলিফ ইসলাম,তাসফিয়া ইসলাম মিম এবং সান্ধ ইসলাম রোজা।
রং পেন্সিল মিডিয়ার পরিচালক শাওন অরন্য বলেন আমরা সব সময় দর্শকদের কথা ভাবি। তারা যেন বিনোদন পান তার চিন্তা করেই এবারের বৈশাখে আমরা প্রকাশ করেছি আমাদের এবারের বৈশাখি মিউজিক ভিডিও “এল রে রঙিলা বৈশাখ”।
এ মিউজিক ভিডিও টি আজ ১৩ এপ্রিল (শনিবার) দুপুর ১২টায় রং পেন্সিল মিডিয়ায় নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং ক্যবল চ্যানেল বিটিছিএন এ পাব্লিস করা হয়।