স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
আজ রবিবার (০৭ এপ্রিল) ভোলায় ঝটিকা অভিজান চালায় র্যাব ৮ এর সদস্যরা। অভিজান চালানো হয় ভোলা সদরের নতুন বাজার এলাকার ভোলা ক্লাবে।
এ সময় ক্লাব থেকে ৩৭২ টি বিয়ার ক্যান ও ১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ অভিজানে মজিবুর রহমান (৪৮) এবং মাইনুদ্দিন (৫৫) নামে দুইজনকে আটক করা হয়।
আটককৃত ২জন ভোলা সদরের উপজেলার বাসিন্দা এবং ভেলা ক্লাবের কর্মচারি।
গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ক্লাবে অভিযান চালানো হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান বরিশাল র্যাব-৮ ভোলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি ইফতিখার জামান।