রাহুল গান্ধী কি ফাঁকিবাজ? মোদির সঙ্গে তুলনা করে কার্যত এটাই বোঝানোর চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু সেটা করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করলেন রাহুলকে।
ঝাড়খণ্ডের পালামৌতে ভোটপ্রচারে গিয়ে বিজেপি সভাপতি বলেন, ‘রাহুল বাবা’ দু’-তিন মাস অন্তর এক বার ছুটি নেন। আর মোদি ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতে মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমান। গভীর রাত পর্যন্ত কাজ করেন। ছুটি নেন না। কয়েক দিন আগে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাৎকারেও উঠে এসেছিল এই প্রসঙ্গ। এবার সেটাকেও ভোট প্রচারে হাতিয়ার করলেন অমিত শাহ। মোদির সঙ্গে রাহুলকে একই দাঁড়িপাল্লার দু’দিকে ফেলে তুলনা করলেন অমিত শাহ।
পালামৌর সভায় অমিত শাহ আরও বলেন, আমি মোদির সঙ্গে গুজরাট থেকে দীর্ঘদিন ধরে কাজ করছি। এই ২০ বছরে মোদি এক দিনও ছুটি নেননি। অন্যদিকে, রাহুল বাবাকে জানেন। তিনি দু’মাস-তিন মাস অন্তর দলের নেতা-কর্মী, সমর্থক এমনকি, মাকে পর্যন্ত উদ্বেগে রেখে বিদেশে ছুটি কাটাতে যান।