স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:
বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড চান্দু মার্কেট এলাকায় ফুটপাত দখল করে চলছে চোরাই ভাংগারি বানিজ্য। আর ওই বানিজ্য চালাচ্ছেন কুষ্টিয়ার হাসমত আলি। যার কারনে ওই স্থান দিয়ে প্রতিদিন চলাচল করা হাজার হাজার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত হচ্ছে দূর্ঘটনার শিকার।
স্থানীয় একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন, অনেক বছর যাবত হাসমত আলি ভাঙারী ব্যাবসার আড়ালে চালাচ্ছেন চোরাই মালের বানিজ্য। আর এ কাজে তিনি ব্যাবহার করছেন তারই এলাকার একাধিক ব্যাক্তিকে। কখনও চোরাই মাল ধরা খেলে মোটা টাকার বিনিময়ে তা ধামাচাপা দেন হাসমত। ওই স্থান দিয়ে কোন মেয়ে হেটে গেলে তাকে হতে হয় ইভটিজিংয়ের শিকার। এমনকি তার দোকানের পিছনে অবস্থিত আপন সংগীত সংঠনের ছাত্র-ছাত্রীরা তাদের অনুশিলন করতে পারছেন না।
এ বিষয়ে ২৪ নং ওয়ার্ড এর দায়িত্ব প্রাপ্ত বি সি সির সড়ক পরিদর্শক রাজিব হোসেন বলেন,কেউ ফুটপাত দখল করে ব্যাবসা করলে তা আইন অনুযায়ী অবেধ। আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।এ বিষয়ে অভিযুক্ত হাসমতের বক্তব্য জানতে ফোনে যোগা্যােগ করলে তিনি ফোন রিসিভ করেননি।