মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

রোহিঙ্গাদের থেকে কমদামে ইয়াবা কিনে চট্টগ্রামে বেচতেন তারা

প্রতিবেদক
banglarmukh official
এপ্রিল ১২, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকা থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারেরর টেকনাফ থানাধীন জাদীমুরা দক্ষিণ পাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাকারিয়া (২০) ও মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০)।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নগর গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা কারবারি দুই তরুণকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জাদিমুরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে কম দামে সংগ্রহ করে বিশেষ কৌশলে চট্টগ্রাম শহরে এনে ইয়াবা বিক্রি করতেন এই তরুণরা। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - অপরাধ