25 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

স্কুলশিক্ষককে পেটালেন ইউপি সদস্য

বরিশালের হিজলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষককে প্রকাশ্যে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মেমানিয়া ইউপি সদস্য আজিজুল হক মুন্নার নেতৃত্বে আজ দুপুরে হামলায় আহত মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নুরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নুরুজ্জামান জানান, হরিণাথপুরের টুমচরে জমি নিয়ে তার সঙ্গে একই এলাকার কাজী বাবুলের বিরোধ চলছে।গতকাল দুপুরে ওই বিরোধ নিয়ে সালিসি বৈঠক হওয়ার কথা ছিল। সকালে হরিণাথপুর ইউনিয়ন পরিষদের সামনে তার সঙ্গে কাজী বাবুলের বাদানুবাদ হয়। এ সময় ইউপি সদস্য ও সালিসদার আজিজুল হক মুন্না ও তার সহযোগীরা তাকে (নুরুজ্জামান) বেদম মারধর করে। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে ইউপি সদস্য আজিজুল হক মুন্না বলেন, জমি নিয়ে দু’টি পক্ষের মধ্যে ৪ বছর ধরে বিরোধ চলছে। এ নিয়ে কাজী বাবুলের সঙ্গে শিক্ষক নুরুজ্জামানের ধাক্কাধাক্কি হয়। তিনি তাদের থামাতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন কিন্তু কারো ওপর হামলা করেননি।

হিজলা থানার ওসি মো. মাসুদুজ্জামান বলেন, শিক্ষক নুরুজ্জামানকে প্রতিপক্ষের লোকজন কিল-ঘুষি দিয়েছে। তার দেওয়া অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official