স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বরিশাল নগরীতে শুরু হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। নেয়া হয়ছে নানা উদ্যোগ। তারই একটি হল বরিশাল জিলা স্কুল ক্যাম্পাসে অবস্থিত এয়ারক্রাফট (ফাইটার জেট প্লেন)। আর তাই বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।
বিসিসি মেয়র বলেন, এয়ারক্রাফট টি (ফাইটার জেট প্লেন) বর্তমান স্থানেই থাকবে। তবে এয়ারক্রাফটটির সৌন্দর্য্যবর্ধন সহ আরো আধুনিকায়ন করা হবে। উল্লেখ্য,নগরীর সৌন্দর্য আরো চমকপ্রদ করার জন্য এয়ারক্রাফটটি বরিশাল নগরীর উন্মুক্ত স্থানে বসানোর প্রস্তাব দেন বিমান বাহিনীর উইং কমান্ডার মশিউর রহমান।