নিজস্ব প্রতিবেদক ::
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সোনালী খবর এর বরিশাল ব্যুরো প্রধান, বরিশালের স্থানীয় দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার যুগ্নবার্তা সম্পাদক ও পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল নিউজ২৪ডটকমের প্রকাশক ও সম্পাদক আল আমিন গাজীর শুভ জম্মদিন আজ ।
আজকের এই দিনে বিসিসি ১০নং ওয়ার্ড রাজ্জাক স্মৃতি কলোনীতে একটি মুসলিম সম্ভান্ত্র পরিবারে তিনি জম্মগ্রহন করেন।
২০১৩ সাথে সাংবাদিক আল আমিন গাজী সাংবাদিকতায় বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কলমের কন্ঠ পত্রিকায় ও ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার কাজের মাধ্যমে মহান এই পেশায় যুক্ত হয়েছিলেন ।
তরুন এই কলমযোদ্ধা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প -২ চরমোনাই ( গিলাতলী) সমাজ কল্যান একতা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে ও জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা, দৈনিক আজকের সময়ের বার্তা, দৈনিক বরিশাল অঞ্চল, দৈনিক বাংলাদেশ বাণী, দৈনিক আলোকিত বরিশাল, দৈনিক আমাদের বরিশাল, দৈনিক সুন্দরবন পত্রিকাসহ দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন।
এছাড়াও এই তরুণ সাংবাদিক বরিশালে বিভিন্ন লোকশনে, ৭টি মিউজিক ভিডিওতে মডেল হিসাবে ও ৩টি শর্টফ্লিমে অভিনয় করেন।
এই তরুণ সাংবাদিকের জম্মদিনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ডাক্তার, প্রশাসন,বন্ধুবান্ধবসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানিয়েছেন।

















