স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
দিন রাত এক করে প্রতিটা নগড়বাসিকে নিয়ে যার চিন্তা অবিচল তিনি আমাদের নগরপিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
হাসি মুখে যিনি প্রতিটা মানুষের পাশে এসে দাঁড়ান তিনি আমাদের নগরপিতা, তার অক্লান্ত পরিশ্রমেই আজ বরিশাল প্রান ফিরে পেতে শুরু করেছে। একটার পর একটা চমক আর প্রতিনিয়ত হাজারো মানুষের আবদার মেটাতে চেষ্টা করে যাওয়া মানুষটাকে আমরা কি একবার বলতে পেরেছি ভাই আপনি কেমন আছেন? ভাই যেভাবেই থাকুননা কেন শরীরের প্রতি যত্ন নিয়েন, আপনার প্রতি তাকিয়ে দক্ষিনাঞ্চলের মানুষ এখন স্বপ্ন দেখতে শুরু করেছে, দল মত নির্বিশেষে সকলেই যে আপনাকে ভালবেসে ফেলেছে তা প্রমানিত।
সকল নিন্দুকের মুখে চুন কালি পড়ুক, আমাদের নেতা সুস্থ্য থাকুক এই কামনাই করি সর্বদা। জয় বাংলা।