বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি চিরকুমার মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন খান (মইজু খান) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার দিবাগত গভীর রাতে দিনাজপুর শহরের মুন্সিপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মোজাফ্ফর হোসেন খান দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
মঙ্গলবাদুপুর ২টায় শহরের একাডেমি (হাইস্কুল) মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের ফরিদপুর গোরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি গভীর শোক প্রকাশ করেছেন।