29 C
Dhaka
মে ৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল রাজণীতি

বরিশালে ছাত্রলীগের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত : গ্রেফতার-১

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বুধবার সকাল দশটায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পুরো সভা পন্ড হয়ে গেছে। হামলাকারীরা বিএনপির ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত ও একটি মোটরসাইকেল ভাংচুর করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌরসভার তিকাসার এলাকায়।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের উদ্যোগে সকাল দশটার দিকে সহসভাপতি আব্দুল মান্নান খানের তিকাসারস্থ বাড়িতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
বিএনপি নেতা মান্নান খান জানান, সভা শুরু হওয়ার পর পরই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিমেল মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের ১৫/২০ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সভাস্থলে হামলা চালিয়ে সভা পন্ড করে দেয়। হামলাকারীরা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন খান, যুবদল নেতা শাহাবুদ্দিন বেপারী, ছাত্রদল নেতা রুবেল গোমস্তা, এসএম হিরা, এনাম তালুকদার, মশিউর শরীফসহ ১০জনকে পিটিয়ে আহত ও একটি মোটরসাইকেল ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক লাখেরাজ কসবা গ্রামের আবুল হোসেন বেপারীকে আটক করেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া জানান, হামলার ঘটনার সাথে ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত নয়। এখানে বিএনপি ত্রিধা-বিভক্ত হওয়ায় তাদের অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে বিএনপির এক পক্ষ অপর পক্ষের উপর হামলা করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির বলেন, ঘটনাস্থল থেকে নয় গেরাকুল এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি বিএনপির কর্মী আবুল হোসেন বেপারীকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official