বরিশালে বিভাগীয় পর্যায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম । তিনি জঙ্গীবাদ,সন্ত্রাস,মাদক নিয়ন্ত্রনে ইমামদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি জঙ্গীবাদের দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটের উপর আলোকপাত শেষে এ থেকে পরিত্রানের উপায় হিসেবে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তাছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ইমামদের গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন।
ইসলামী ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক কৃষিবীদ মোহাম্মাদ আনিসুজ্জামান সহ ছয় জেলার ইমামগণ অংশগ্রহণ করেন।