বরিশাল :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সদ্য যোগদানকৃত ১৯৫ জন কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৪ মে) বেলা ১১ টা থেকে হাসপাতাল কম্পাউন্ডে অবস্থিত বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাসপাতালের পরিচালক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবীতে পরিচালক ডাঃ আঃ বাকির হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।