মে ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

মামুন মোয়াজ্জেম এর দুটি কবিতা

মৃত্যুর মিছিলের ভেতর
বাঁকা চাঁদ অকস্মাৎ এসে যায়
জীবন নাশ ও বিকাশের দোলাচলে নাচে পৃথিবী !

অসুস্থ পৃথিবী পীড়িত আঙ্গুল তুলে জানায়
জীবনের জয়গানই শ্রেয়
জীবের কোলাহলই পৃথিবীর প্রাণ
সবুজের অবাধ বিথার আসমুদ্রহিমাচল
মানব স্পন্দনেই জাগ্রত !

কোনকোন দুখিনী ঈদ আসে
দুঃখে আনন্দ জাগাতে
আমরা জাগি-
কুলহারা প্রবল ঢেউয়ে আমরা তরী ভাসাই
ধ্বংস স্তুপে ডানা মেলি আমরা ফিনিক্স পাখি।

তবুও ঈদ
দুঃখের নোনাজলে পুত হয়ে জেগে ওঠার ঈদ !!

শুধু একটি সংখ্যা বা ছবি পর্যন্তই কী মানবজীবন

এক ঘূর্ণাবর্তে যারা চলে যায়
তারা কী খসে পড়া তারার নামে শুধুই সংখ্যা ?

হে মানুষ, তোমার পিন্ডি চটকাতে বড়ো বেশি
আয়োজনের প্রয়োজন নেই !
কিছু ভেজাল বাতাসের নগণ্য কারসাজিতেই
তুমি অস্তিত্ব বিহীন-
তারপর একটি সংখ্যা পরিবারের বারকোশে একটি ছবি
নগণ্য একটু ইতিহাস !

জনে জনে নগরে নগরে নানান ভোজবাজি কারসাজিতে
সূর্যের তেজকেও ম্লান করে দাও অহংকারের আগুনে
বুকের ভেতর টিমটিমে জ্বলা প্রাণ প্রদীপের কথা
তুমি ভুলে যাও
চায়ের গল্পে ওঠে দাম্ভিক স্বগতোক্তি
যেন তোমার দয়ায় বেঁচে থাকে পুরো পৃথিবী !

অথচ একটি দুটি সংখ্যা ভিন্ন তুমি কিছু নও
একটি সংখ্যা থেকে একটি ছবি না হয় একটি
গ্রুপ ছবির ক্ষুদ্র ইতিহাস পর্যন্তই তুমি’র সাকুল্যে মানব !
যদি আসে ঘূর্ণাবর্ত
যদি না আসে হাত পা’র অবলম্বনের কোন ফুরসৎ !

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official