27 C
Dhaka
জুলাই ১৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজণীতি

অস্বচ্ছলদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা

ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। করোনার কারণে সৃষ্ট দুর্যোগের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নির্বাচনী এলাকার অস্বচ্ছল পরিবারের সঙ্গে। ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকে ৩৩৩টি অস্বচ্ছল পরিবারকে দিচ্ছেন তিনহাজার করে নগদ টাকা। যা তিনি ঈদ শুভেচ্ছা হিসেবেই বিতরণ করছেন।

মঙ্গলবার ২৪ নম্বর ওয়ার্ডের নেতাদের কাছে এজন্য ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন। তারাই এই টাকা বিতরণ করবেন।

এর আগে ৬ মে ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে নির্বাচনী এলাকার পাঁচহাজার মানুষকে ‘ঈদ উপহার’ পাঠানো শুরু করেন মন্ত্রী। যা গতকাল শেষ হয়েছে। উপহার প্যাকেটে ছিল- চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।

করোনাভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত ছুটির মধ্যে কর্মহীন হয়ে বেকায়দায় পড়েছেন নিম্নআয়ের মানুষ। রাজধানীতে ‘দিন এনে দিন খাওয়া’ এসব মানুষের খাবার জুটছে নানাজনের দেওয়া ত্রাণে। এপ্রিলের শুরু থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্বাচনী এলাকার নিম্নআয়ের মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছেন। এরইমধ্যে কয়েক হাজার মানুষের ঘরে পৌঁছে দেয়া হয়েছে বিভিন্ন ত্রাণ সামগ্রী।

এছাড়া মন্ত্রীর নিজ এলাকায় বিতরণের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। যেগুলো প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। তিনবার এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২০১৪ সালের ২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন। পরের বছরের ১৪ জুলাই পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে আবারও তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকাটাইমসকে বলেন, ‘এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা থেকে এলাকার কিছু মানুষকে সামান্য ‘ঈদ শুভেচ্ছা’ দিয়েছি। সরকার থেকে প্রতিবছর সংসদ সদস্যদের জন্য একটা বাজেট থাকে। সেটাই আমি এলাকার মানুষকে দিয়ে দিয়েছি। তাছাড়া যে পাঁচহাজার ঈদ সামগ্রী দিতে চেয়েছিলাম সেগুলো এরই মধ্যে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে।’

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official