স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
ক্রিকেটে ইজ এ জেন্টেলম্যান গেইম। আর এই জেন্টেলম্যান গেইম নিয়া প্রতি নিয়ত থাকে নানা চমক। চমকের আর এক নাম সাকিব আল হাসান। বৃহত্তর পৃথিবীর ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশ। আর বাংলাদেশে ক্রিকেট নিয়ে মাতামাতির শেষ নেই। আর সেই মাতামাতির মূল প্রান যারা তাদেরই একজন হলে সাকিব আল হাসান যিনি হলেন বাংলাদেশের প্রান। আর এই সাকিব আল হাসান অনেকবারই পৃথিবীর কাছে বাংলাদেশকে চিনিয়েছেন। আর তারই ফলস্রুতিতে তিনি হয়েছেন বিশ্বসেরা। শুধু এক ফরমাটে বিশ্বসেরা নয়, তিনি একই সাথে বিশ্বসেরা হয়েছেন তিন ফরমাটে। বাংলাদেশের ক্রিকেটের গৌরব তিনি সাকিব আল হাসান। মাত্র শেষ হওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে সাকিব আল হাসানের ভুমিকা ছিল অসাধারণ। আর এই অসাধারণ পারফর্মেন্স দিয়ে বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তেই ৩৫৯ রেটিং নিয়ে আবারো বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব আল হাসান। অভিনন্দন সাকিব আল হাসানকে আবারো বিশ্বসেরা অলরাউন্ডার এর মুকুট অর্জনের জন্য। তার এই প্রাপ্তি বাংলাদেশের বিশ্বকাপ মিশনে অনেক বড় অনুপ্রেরণা হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।