‘ভারত’ তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিনেমা বলেও জানিয়েছেন সুলতান। তিনি জানিয়েছেন, ‘এই সিনেমাটি খুব কঠিন ছিল আমার জন্য। ‘সুলতান’র থেকেও কঠিন। কারণ কখনও ওজন বাড়াতে হয়েছে আবার কখনও কমাতে হয়েছে। কখনও বুড়ো হয়েছি আবার কখনওবা যুবক হয়েছি। চুল কাঁচা হয়েছে আবার পাকা করতেও হয়েছে।’
‘ভারত’-এ সালমানকে ৭০ বছরের বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এ বিষয়ে সুপারস্টারের কোনো অভিযোগ ছিল? এমন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই।
‘না, এই চরিত্রটিতে আমি অন্য মেজাজে অভিনয় করেছি। পাকা চুল, দাড়ি রেখেছি। বয়সটা ৭০ বছর হতেই পারে কিন্তু দেখে মনে হবে ৪০ বছরের যুবক। তার নিজস্ব স্টাইল আছে, নেশা আছে চিন্তাভাবনা আছে পুরোটাই যুবকদের মতো। সিনেমাটিতে আমরা সবকিছু দিয়েছি। এটা আমরা দর্শকদের জন্য বানিয়েছে সমালোচকদের জন্য নয়। অনেক লড়াই, সংগ্রাম ও মজার ঘটনা আছে এই সিনেমাতে। একজন সাধারণ ঘরের মানুষের লড়াইয়ের ঘটনা উঠে আসবে এতে।’-জানিয়েছেন সালমান খান।