রোজা রেখে বিমানে ভ্রমণ করছিলেন এক ব্যক্তি। পথেই ইফতারের সময় হলে বিমানবালার কাছে পানি চান। এর পর যা ঘটে তা দেখে অবাক হয়ে যান ওই ব্যক্তি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘটনাটি ভারতের। এয়ার ইন্ডিয়ার বিমানে করে গোরক্ষপুর থেকে দিল্লি আসছিলেন রিফাত জায়েদ নামে এক যাত্রী।
খবরে আরও বলা হয়, রোজাদার ওই যাত্রীর বিমানের মধ্যেই ইফতারের সময় হয়ে যায়। রোজা ভাঙতে বিমানবালার কাছে একটু পানি চান তিনি। সিট বেল্ট পরে থাকার নির্দেশনা থাকার পরেও আসন ছেড়ে এগিয়ে আসায় তাড়াতাড়ি তার দিকে এগিয়ে যান দায়িত্বে থাকা মঞ্জুলা নামের এক বিমানবালা। ওই বিমানসেবিকা তাকে আসনে বসতে বলে চলে যান।
কয়েক মিনিট পর এক বোতল পানি নিয়ে ফিরে আসেন তিনি। সঙ্গে ট্রে-তে করে দুটি স্যান্ডউইচও আনেন তিনি। এ ছাড়া আরও খাবার ও পানি লাগলে জানানোর অনুরোধ করে যান মঞ্জুলা।
বিমানবালার এমন ব্যবহারে মুগ্ধ হন রিফাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার অভিজ্ঞতার কথাও জানান।