স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
গতকাল ০৬ মে সোমবার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ১০ পিস ইয়াবাসহ আবু হানিফ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঠবাড়িয়া থানার এসআই শওকত হোসেনের কাছ থেকে জানা যায়, আবু হানিফ মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের আনিচ মুন্সীর ছেলে। তিনি আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে অত্র উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের আয়নাল হকের চায়ের দোকানের সামনে থেকে আবু হানিফকে আটক করা হয়। পুলিশ দেখে আবু হানিফ পালানোর চেষ্টা করে,তখন তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়।