27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রচ্ছদ বরিশাল

উজিরপুরে ৩ দোকান পুড়ে ছাই: ২০ লাখ টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক :: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকানঘর পুড়ে ভূস্মিভূত হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও আগুন নিভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১৫ মে) ভোর রাতে বৈদ্যুতিক গোলযোগে এই আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সাতলা বাজারের মোকসেদ হাওলাদার ও খবির বিশ্বাসের মিষ্টির দোকান এবং আনোয়ার সন্যামতের মুদি মনোহারি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

উজিরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মো: সনাজ জানান, পুড়ে যাওয়া তিনটি দোকানঘরের মধ্যে কোনো একটি দোকানঘর থেকে বৈদ্যুতিক গোলযোগের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলটি উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা পৌছানোর আগেই আগুনে দোকানঘরগুলো পুড়ে ভূস্মিভূত হয়েছে।

এদিকে অগ্নিকান্ডে দোকানঘর ভস্মিভূত হওয়ার বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জানিয়ে তাদেরকে সরকারিভাবে সহয়তার আশ্বাস দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারিসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official