26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

এবার টুইটারেও নিষিদ্ধ মিয়ানমার সেনাপ্রধান

মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের টুইটার একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে তার ফেসবুক একাউন্ট ব্যান করে দিয়েছিল ফেসবুক। ইন্টারনেটে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে এবার তার টুইটার একাউন্টও ব্যান করা হল। এ খবর দিয়েছে আরএফএ।

মিন অং হ্লাইং কে বলা হয়ে থাকে ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালনা করা গণহত্যার প্রধান পরিকল্পনাকারী। ওই ঘটনার পরই প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। টুইটারে থাকা তার @sgminaunghlaing নামের একাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে। এর ৯ মাস আগে আরেক জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুকও মিন অং কে ব্যান করেছিল। তার বিরুদ্ধে ফেসবুক মিয়ানমারের ক্ষুদ্র জাতিগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ এনেছিল।

এর আগে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টুইটারের পরিচালকদের কাছে মিন অং এর বিরুদ্ধে অভিযোগ করেন। তাতে সংগঠনটি রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণাবাচক কথা বলার অভিযোগ আনেন। এই অভিযোগের প্রেক্ষিতেই মিন অং এর টুইটার ব্যান করা হয়। বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন এর প্রধান তুন খিন দ্য গার্ডিয়ানকে বলেন, প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেসবুকের মত টুইটারও মিন অং হ্লাইং এর একাউন্ট নিষিদ্ধ করেছে। এটি রোহিঙ্গাদের জন্য বিশাল জয়। রোহিঙ্গা গণহত্যার প্রধান পরিকল্পনাকারী এই মিন অং হ্লাইং। এ বিষয়ে টুইটারের সঙ্গে যোগাযোগ করলে তাদের মুখপাত্র জানায়, নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে আমরা কোনো নির্দিষ্ট ব্যাক্তির বিষয়ে কথা বলতে পারি না।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official