বিশ্বকাপ প্রস্তুতিতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৭ রানের বিশাল জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষেই নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ।
রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামে দল দুটি। যদিও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ভেস্তে গেল ম্যাচটি। ব্রিসটলের কাউন্টি গ্রাউন্ডে এদিন টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৮.২ ওভার পর্যন্ত খেলা মাঠে গড়ানোর পর বৃষ্টি হানা দেয়। প্রায় ৪০ মিনিট পর বৃষ্টি থামলে আবারও মাঠে নামের দুই দলের খেলোয়াড়রা। মাত্র ৭ বল পর বৃষ্টি ফিরে এলে আবারও মাঠ ছাড়তে হয় সবাইকে।প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বৃষ্টি থামলে ৩১ ওভার করে দুই পক্ষে খেলার সিদ্ধান্ত নেয়া হয়।
১২.৪ ওভার পর্যন্ত খেলা গড়াতে আবারও বৃষ্টি শুরু হয়।কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। ৪৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হাশিম আমলা। তার সঙ্গে ক্রিজে ছিলেন ৩০ বলে ৩৭ রান করা কুইন্টন ডি কক।প্রায় আধাঘণ্টা অপেক্ষার পর বৃষ্টি থামার সম্ভাবনা না দেখায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় দায়িত্ব রত আম্পায়াররা।
এদিন কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে একই কারণে।