25 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
খুলনা জেলার সংবাদ

করোনাজয় করে মাঠে নামলেন ঝিনাইদহের ৭ স্বাস্থ্যকর্মী

খুলনা প্রতিনিধি// জান্নাতুল ফেরদৌস: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় করোনাজয় করে কাজে যোগ দিয়েছেন চিকিৎসকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত স্বাস্থ্যকর্মী। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনামুক্ত হলেন মোট ২৩ জন। সোমবার (১৮ মে) বেলা ১১টায় তাদের বরণ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সবার উপস্থিতিতে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম করোনাজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, এক ডেন্টাল সার্জনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত স্বাস্থ্যকর্মীকে ছাড়পত্র দেয়া হলো। তার সবাই নিজ নিজ বাড়িতে থেকে সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় ছাড়পত্র দেয়া হলো। তিনি বলেন, জেলায় এ পর্যন্ত ৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে স্বাস্থ্য বিভাগের বিশেষ টিমের চিকিৎসার পর এখন পর্যন্ত ২৩ জন করোনামুক্ত হলেন। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, ডা. কিরিটি বিশ্বাস ও ডা. সাজ্জাদ রহিমী। ২৪ এপ্রিল হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে যশোর ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। ২৬ এপ্রিল ওই স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীসহ নয়জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে সাতজনকে ছাড়পত্র দেয়া হলো।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official