স্টাফ রিপোর্টার//হানিফ হাওলাদার: মহামারি করোনাভাইরাস থমকে দিয়েছে গোটা বিশ্বকে। করোনায় চরম পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশও,আর তাই প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে দেশের অন্যান্য যায়গার মতো লকডাউন চলছে বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন এলাকায়। তাই কর্মহীন অবস্হায় গৃহবন্দি হয়ে পড়েছে কর্মহীন খেটেখাওয়া মানুষরা। তাদেরসাহায্য সহযোগীতায় এগিয়ে যাচ্ছেন যে যার অবস্থান থেকে তবে চরম এই পরিস্থিতিতে জনগনের পাশে জন প্রতিনিধি দের না আসার বিষয়টি নিয়ে শুরু থেকেই রয়েছে কিছুটা বিতর্ক বিতর্কের উর্ধ্বে থেকে করোনার এই দুর্যোগের সময় নিজের দায়বদ্ধতার স্হান থেকে জনগনের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, মজিদা বোরহান,তার স্বামী,ছেলে,মেয়ে এবং জামাতার সহযোগীতায় তিনটি ওয়ার্ডের অসহায় এবং দুস্থ পরিবারের মাজে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছেন। এর মর্ধ্বে তিনটি ওয়ার্ডের তিনশত পরিবারের মাজে পৌঁছে দিয়েছেন ঈদ উপহার স্বরূপ আর্থিক সহায়তা সাবেক কাউন্সিলর মজিদা বোরহান এর হয়ে তার বড় ছেলে আলহাজ্ব রাজু আহম্মেদ ছোট ছেলে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক বর্তমান বরিশাল জেলা সেচছাসেবকদল নেতা সাইফুল ইসলাম সুজন, মেয়ে হালিমাতুস সাদিয়া আখিঁ ও সোনিয়া আক্তার সুখি প্রতিটি অসহায় পরিবারের গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়ে আসছেন তারা। আর প্রবাসে বসে মহৎ এই কাজের সার্বিক সহযোগীতা করছেন সাবেক কাউন্সিলর মজিদা বোরহানের মেয়ের জামাই মোঃ ইমরান হাসান।