ডেস্ক রিপোর্ট :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রাতের আধারে ইটভাটায় হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা, তার ভা্ই ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভাটার মালিকসহ ৪ জন আহত হওয়ার পাশাপাশি প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট ও ভাটার অফিস কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে।
আহতরা হলো উপজেলার নীলগঞ্জের নবিপুর এলাকার মৃত অহিদুর রহমানের ছেলে ও ভাটা মালিক শফিকুর রহমান সুমন (৩০), একই এলাকার বাসিন্দা কাঞ্জন মাঝির ছেলে আলাউদ্দিন নাজির (৪০), সমীর (৩৫), ও উপজেলার লালুয়ার গোলবুনিয়া এলাকার মৃত রফেজ সর্দারের ছেলে মোঃ আনোয়ার সর্দার (৪০)। যাদের মধ্যে রাতেই শফিকুর রহমান সুমন (৩০) ও মোঃ আনোয়ার সর্দার (৪০) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শফিকুর রহমান সুমন জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের নীচকাটা এলাকায় বন্ধন ব্রিকস নামে একটি ইটভাটা রয়েছে। যা তারা ৪ জন ব্যবসায়ীক পার্টনার মিলে পরিচালনা করেন। তিনি বলেন, পৌর যুবলীগ নেতা জাকির হোসেন, তার ছোট ভাই খালিদ, চাচাতো ভাই মোশারেফ তাদের সহযোগী ফয়সাল, নাহিদ, মোজাম্মেল, নজরুল, সোহেলসহ ৩০/৪০ জন বুধবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে ইটভাটায় আকস্মিক হামলা চালায়। এসময় তারা আমাদের পিটিয়ে আহত করার পাশাপাশি ইটভাটার অফিসের ক্যাশে থাকা ৩ লাখ ২০ হাজার টাকা লুটে নেয় এবং অফিসকক্ষ ভাংচুর করে আরো লাখ টাকার ক্ষতি সাধন করে।
রাতেই স্খানীয়রা আমিসহ ৪ জন আহতকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হই ২ জন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল ইতিমধ্যে কলাপাড়া থানার এসআই আলমগীর পরিদর্শন করেছেন।