কালাপাড়ায় এক সন্তানের জননী রোকসানা (২২) নামের এক গৃহবধূর গলায় নিজ ওড়না পেঁচিনো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় কলাপাড়া উপজেলার বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ রোকসানা বেগমের স্বামীর নাম শাহিন খানে। দীর্ঘদিন রোকসানা ও শাহিনের মধ্যে পারিবারিক চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ মে মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে সংসারিক বিষয় নিয়ে বাকাঠতাণ্ডা হয় । পরে শাহিন খান কলাপাড়া বাজারে চলে আসেন। বাড়ির অন্যদের অগোচরে ঘরের রুয়ার সাথে নিজ ওড়না দিয়া গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায় ।
এ ব্যাপারে মৃতের বাবা মোঃ হোচেন খান কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেন।
ওসি মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।।