কাঠালিয়ার মুন্সীয়াবাদ গ্রামের আতরা বুনিয়া বাজারে মাছ বিক্রি করা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ জালাল (২৫) নামের এক মাছ ব্যবসায়ীর আহত হয়েছে।
গতকাল সকাল ১০ টায় আতরা বুনিয়া বাজারে এঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত মোঃ জালাল কে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তী করে।আহত সূত্রে জানাজায় কাঠালিয়া মুন্সীয়াবাদ গ্রামের আঃ মজিদ হাং এর ছেলে মোঃ জালাল। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ীর। গতকাল সকাল ১০ টায় প্রতিদিনের ন্যায় কাঠালিয়ার আতরা বুনিয়া বাজারে মাছ বিক্রি করতে বসে। এ সময় একই এলাকার মন্জু খান তার কাছে মাছ ক্রয় করতে আসে।এক পর্যায়ে তাদের মধ্যে দর কশাকসি নিয়ে কথা কাটাকাটি হলে মন্জু খান ক্ষিপ্ত হয়ে জালালের উপর হামলা চালায়।এ সময় ইট দিয় জালালের মাথা ফাটিয়ে শরিরের বিভিন্ন স্থানে যখমকরে ও সাথে থাকা নগদ ১০ হাজার টাকা ও ব্যাবহৃত স্মার্ট ফোন ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা আহত জালাল কে উদ্ধার করে শেবাচিমে ভর্তী করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।