28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয় প্রচ্ছদ

কিছু অসাধু ব্যবসায়ীর কারনে প্রতারিত ক্রেতা, প্রতারিত সমাজ

স্টাফ রিপোর্টার// কায়ুম খান:

সম্প্রতি র‌্যাব -এর আকস্মিক অভিযানে বেরিয়ে এসেছে নকল SONY টেলিভিশন তৈরী আর বিক্রয়ের চাঞ্চল্যকর তথ্য। আপনি কি রিফ্রাবরিশড/ নকল সনি টেলিভিশন ক্রয় করছেন? রিফ্রাবরিশড/ নকলের ভীড়ে আসল SONY টেলিভিশন চেনার উপায়! টেলিভিশনের জগতে বিশ্বব্যাপী SONY একটি জনপ্রিয় নাম, আর বাংলাদেশের টেলিভিশনের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড হলো – SONY টেলিভিশন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম -এর সার্ভে থেকে, দেশের ক্রেতাদের সন্তুষ্টির বিচারে SONY ব্রাভিয়া এলইডি টেলিভিশন হলো সেরা ব্র্যান্ড, গত আট বছরের ধারাবাহিকতার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম -এর নাম্বার-ওয়ান পুরষ্কারটি এর স্বাক্ষর বহন করে। SONY টেলিভিশনের অপ্রতিদ্বন্দী ছবি, নিখুঁত সাউন্ড আর দীর্ঘস্থায়ী নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স, ক্রেতাদের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে স্থায়ীভাবে। SONY ব্র্যান্ড -এর প্রতি ক্রেতাদের আকর্ষণ, আস্থা, নির্ভরতা, বিশ্বাস আর ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এক শ্রেণীর অসাধু মুনাফালোভী ব্যবসায়ী-প্রতিষ্ঠান খোলা এলইডি টেলিভিশনের গায়ে ও কার্টনে SONY লোগো স্টিকার ব্যবহার করে এবং সফ্টওয়্যারের মাধ্যমে SONY লোগো টেলিভিশন -এর মেমোরিতে ঢুকিয়ে দিচ্ছে, যাতে টেলিভিশন অন করলেই স্ক্রিনে SONY লোগো ভেসে উঠে; এই দুই মিলে নকল SONY ব্রাভিয়া এলইডি টেলিভিশন তৈরী করে প্রতিনিয়ত অসংখ্য-নিরীহ ক্রেতাদের প্রতারিত করছে এই ব্যবসায়ী চক্র।

দেশব্যাপি জেলা ও বিভাগীয় শহরে স্টেডিয়াম মার্কেট সহ বিভিন্ন শো-রুম, শপিং মল -এ SONY সাইনবোর্ড লাগিয়ে, ফেইসবুকের মাধ্যমে পেইজ খুলে, ই-কর্মাস সাইটের মাধ্যমে এবং বিজ্ঞাপন দিয়ে গড়ে তুলেছে নকল টেলিভিশন বিক্রয়ের এক বিশাল নেটওয়ার্ক। সম্প্রতি রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট সহ বিভিন্ন জায়গায় র‌্যাব -এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়, যার মধ্যে দিয়ে বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট -এ নকল টিভি বিক্রির দায় স্বীকার করায় তিনটি দোকানকে ১০ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদের কারাদন্ড প্রদান করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। র‌্যাবের তথ্য মতে, সুন্দরবন স্কয়ার মার্কেট, স্টেডিয়াম মার্কেট এবং এলিফ্যান্ট রোডের SONY সাইনবোর্ড সম্বলিত বিভিন্ন শপিং মলের দোকান থেকে পাইকারী হারে সারাদেশে ছড়িয়ে পড়ছে নকল SONY টেলিভিশন।

আসন্ন ঈদকে সামনে রেখে এধরনের অবৈধ ব্যবসা আরো জমজমাট হয়ে উঠছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এধরনের অবৈধ ব্যবসা বন্ধ এবং ব্যবসায়ীদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে এবং দেশব্যাপী তা চলছে। এসব নকল টেলিভিশন ক্রেতাদের কাছে অল্পদামে বিক্রি করে, অসাধু মুনাফালোভী ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে বিপুল মুনাফা, প্রতারিত হচ্ছে ক্রেতা, প্রতারিত হচ্ছে সমাজ, সাময়িকভাবে ক্ষুন্ন করছে SONY ব্র্যান্ডের সুনাম। এসমস্ত নিম্মমানের টেলিভিশন কিছুদিন যেতে না যেতেই ছবি-সাউন্ড বিকৃত হতে শুরু করে, আর ধীরে ধীরে প্যানেলটি নষ্ট হয়ে, পুরো টেলিভিশনটাই অকেজো হয়ে পরে। বিক্রয়োত্তর সেবার মিথ্যা আশ্বাস প্রদানকারী, ঐসব প্রতারণাকারী- চতুর বিক্রেতার কাছ থেকে বিক্রয়োত্তর সেবা না পেয়ে ক্রেতারা আসে সনি কর্পোরেশন, টোকিও, জাপান কর্তৃক স্বীকৃত বাংলাদেশে SONY ব্রাভিয়া টেলিভিশন সহ SONY সকল পণ্যের একমাত্র অফিসিয়াল ডিষ্ট্রিবিউটর RANGS Electronics Ltd. যা SONY RANGS নামে সর্বাধিক পরিচিত তাদের কাছে, আর তখনই ধরা পড়ে- এত শখের, কষ্টে জমানো, পরিশ্রমের টাকায় কেনা SONY টেলিভিশন পুরোটাই নকল এবং নিতান্ত নিম্নমানের রেডিয়েশনযুক্ত উপদানের তৈরী।

এত রিফ্রাবরিশড/ নকলের ভীড়ে আসল SONY টেলিভিশন চেনার উপায় কি? নিখুঁত ভাবে নকল করা SONY লোগো স্টিকার, টেলিভিশন ও কার্টনের গায়ে স্ক্রীনপ্রিন্ট করা SONY লোগো, সিরিয়াল নম্বর, কার্টন আর সফটওয়্যার-এর অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে তৈরী করা এসব নিম্নমানের টেলিভিশন চেনা প্রকৃত পক্ষেই সাধারণ ক্রেতাদের পক্ষে অত্যন্ত কঠিন। আসল SONY ব্রাভিয়া এলইডি টেলিভিশন এবং অরিজিনাল পার্টস, প্যানেলসহ সন্তোষজনক বিক্রয়োত্তর সেবা পেতে হলে শুধুমাত্র SONY ও RANGS উভয় লোগো সম্বলিত SONY RANGS সাইনবোর্ড সম্পন্ন শো-রুম হতে ক্রয় করতে হবে এবং ক্রয়ের সময় RANGS Electronics Ltd. কর্তৃক সরবরাহকৃত চালান, মানিরিসিপ্ট ও ওয়ারেন্টি কার্ড বুঝে নিতে হবে। কোনো ভাবেই SONY লোগোর সাথে অন্য যেকোন লোগো সম্বলিত সাইনবোর্ড যুক্ত শো-রুম বা দোকান হতে ক্রয়কৃত SONY ব্রাভিয়া টেলিভিশন SONY -এর অফিসিয়াল ওয়ারেন্টি পাবে না এবং এসমস্ত টিভির আফটার সেল্স এন্ড সার্ভিস সংক্রান্ত কোন দায়-দায়িত্ব SONY RANGS বহন করবে না।

RANGS Electronics Ltd. -এর রয়েছে দেশব্যাপী ৮৮টি নিজস্ব বিক্রয় কেন্দ্র এবং ৪৫০টিরও বেশি অনুমোদিত ডিলার নেটওয়ার্ক। গত কয়েক দশক ধরে RANGS Electronics Ltd. অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্বখ্যাত জাপানীজ ব্রান্ড -এর সব ধরণের পণ্য বাংলাদেশে বাজারজাত করে আসছে, SONY টেলিভিশন চলছে নিরবিচ্ছিন্ন ভাবে যুগ যুগ ধরে বাংলাদেশের ঘরে ঘরে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official