গোপন বৈঠক করার সময় চুয়াডাঙ্গায় ৪৮ জন জামায়াত ইসলামির নারী সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে স্থানীয় এক ইউপি সদস্যসহ বেশ কয়েকজন বর্তমান ও সাবেক স‚রা সদস্য রয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি দৈনিক রাজনীতিকে জানান, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের জাহিদুল ইসলাম টিটুর বাড়িতে জামায়াতের প্রায় অর্ধশত নারী সদস্য গোপন বৈঠক করছে এমন খবর পাই আমরা। বিষয়টি নিশ্চিত হবার পর উদ্ধতন কর্মকর্তাদের অবহিত করিয়ে দৃপুর সাড়ে ১২টার দিকে অভিযান শুরু করি। অভিযান শুরুর পর বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে বাড়ি মালিকসহ ৪৮ জন নারী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কলিমুলাহসহ উদ্ধতন কর্মকর্তারা।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ঈদের আগেই চুয়াডাংগা জেলাতে বড় ধরনের নাশকতা করছিলো তারা। সেই পরিকল্পনার অংশ হিসাবেই গোপন বৈঠক করছিলো জামায়াতের নারী সদস্যরা। তিনি আরও জানান, আটকের পর বেশ কয়েকজন সদস্য নাশকতার পরিকল্পনার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছে। উদ্ধার করা হয়েছে জামায়াত ইসলামির জিহাদী বই প্রস্তুক ও চাঁদা আদায়ের রসিদ। তাদেরকে থানা হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হবে।