স্টাফ রিপোর্টার//বিথি আক্তার:তান্ডব চালিয়ে বিদায় হয়েছে সুপার সাইক্লোন আম্পান। আম্পানের তান্ডবে বরিশাল বিভাগে অন্তত ৭ জন মারা গেছেন। আর ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল। স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন, পিরোজপুরে নিজের ঘরের পাকা দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মজিবুর রহমান (৫৫)। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া কলেজের পেছনে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানিয়েছেন। বরিশালের মৃহৃন্দীগঞ্জে এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিন জানান, মেহেন্দিগঞ্জ থানার দরির চর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো: ইমন (১৬) নামের কিশোর বিকেলে নদীতে গোসল করতে নামে। এসময় ঝড়ো বাতাসের কবলে পরে সে ডুবে যায়।রাত ১০ ঘটার দিকে তার লাশ নদীতে ভেসে উঠে। এর আগে ঘূর্ণিঝড় আম্পানের কারণে সাইক্লোন সেল্টারে লোকজনকে নিরাপদে আশ্রয় নিতে প্রচারণা কাজ চালাতে গিয়ে সকালে নৌকা ডুবে পানিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সিপিপির টিম লিডার মো. শাহ আলম মারা যান। অন্যদিকে গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খরিদা গ্রামে ঘূর্ণিঝড় আম্পানে মো রাশেদ (৫) সন্ধ্যার কিছু আগে আশ্রয় কেন্দ্রে যাবার সময় গাছের ডাল ভেঙে পড়ে নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মো. মতিউল ইসলাম চৌধুরী। অন্যদিকে, ভোলার চরফ্যাশন উপজেলার মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিদ্দিক ফকির (৭০) বাড়ির পাশে গাছের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এর আগে সকালে চট্টগ্রামে শ্রমিক হিসেবে কাজ করা মোহাম্মদ রাফিকুল ইসলাম (৩৫) ফিরছিলেন। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘট থেকে ট্রলারে করে ভোলার ইলিশা ঘাটে আসার পথে মেঘনায় ট্রলার উল্টে নিহত হন তিনি। লকডাউন অমান্য করার কারণে পরিবারের লোকজন তার মৃত্যুর ঘটনা শুরুতে গোপন রাখেন। বোরহানউদ্দিন থাকার ওসি এনামুল হক জানান, নিহতের লাশ বিকালে তার বাড়ি হাসান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আনার পর পুলিশ ঘটনাটি জানতে পারে। তাছাড়া বরগুনা সদর উপজেলার পরীরখান বাজার এলাকার জোয়ারের পানিতে ডুবে মৃত্যু হয়েছে মো. শহীদ (৬০) নামে এক ব্যক্তির। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।