চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চুনতির মেয়ে বুশরা কানাডার হান্টলি শেলার মেমোরিয়াল বৃত্তি পেয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলার চুনাতি গ্রামে বেড়ে ওঠা বুশরা চুনতীর কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মাদ জয়নুল আবেদিন এবং আসিফা বেগম চৌধুরী জিনা’র ছোট মেয়ে বিশ্বে চুনতীর নামকে আরো একবার উজ্জ্বল করলো ।
কানাডার কার্লটন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রী ফাবিহা বুশরা ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’লাভ করেছেন। ফাবিহা কার্লটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন।
অর্থনীতি বিষয়ে সবচেয়ে ভাল গবেষণা পত্রের জন্য তিনি ২০১৯ সালের এই পদক লাভ করেন।অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশক্রমে গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রতিবছর মেধাবী গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের মাঝে এই পদক প্রদান করে।
বুশরা ২০১৯ সাল থেকে শুরু হওয়া অর্থনীতিতে পিএইচডি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হন।