ছেলে বিদেশ। ছেলের বউকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শ্বশুর। এতে রাজি না হওয়ায় আম কেটে দেওয়ার কথা বলে রাতে তার ঘরে ঢোকে শ্বশুর। এক পর্যায়ে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন আমিনুর রহমান ওরফে আমির আলী। ঘটনা শুনে বিদেশ থেকে ছেলে চলে এসে বাবার বিরুদ্ধে প্রতিবাদ করেন। এতে বাবা তাদের হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন।
ঘটনাটি ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ইন্দরা গ্রামের। ছেলের বউকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর আমিনুর রহমান ওরফে আমির আলীকে আজ মঙ্গলবার আটক করেছে ধামরাই থানা পুলিশ।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, আমির আলীর ছেলে আরিফুর রহমান আরিফ সৌদি আরবে থাকাকালীন তার বউকে তার বাবা আমির আলী কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হলে কিছুদিন আগে রাতে ছেলের বউকে আম কেটে দেওয়ার কথা বলে শ্বশুর আমীর আলী তার ঘরে ঢোকেন। এ সময় ছেলের বউকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। স্ত্রীর কাছে বাবার অপকর্মের কথা শুনে সৌদি থেকে চলে আসেন আরিফ। এরপর তারা এসব অপকর্মের প্রতিবাদ করেন। এক পর্যায়ে গত সপ্তাহে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে ছেলের বউ ও ছেলেকে তাড়িয়ে দেন আমির আলী। পরে তারা আশ্রয় নেন বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফের চাচা মৃত আবুল হোসেনের বাড়িতে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ গ্রাম্য মাতাব্বরদের কাছে আমির আলীর বিরুদ্ধে বিচার প্রার্থী হন তারা। এ নিয়ে গ্রামবাসী রবিবার সকালে সালিশ বৈঠক বসেন। এতে ডাকা হয় আমির আলীকে। কিন্তু তিনি হাজির হননি।
স্থানীয় ইউপি সদস্য মহর আলী জানায়, আমির আলী প্রভাবশালী। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছিল তার পুত্রবধূ। সালিশও ডাকা হয়েছিল কিন্তু তিনি হাজির হননি। এখন পুত্রবধূ আইনের আশ্রয় নিয়েছে।
আরিফ জানায়, আমি বিদেশ থাকাকালীন আমার বাবা আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে। আমি ও আমার স্ত্রী এর প্রতিবাদ করাতে আমাদের হত্যার হুমকি দিয়েছে আমার বাবা। এখন আইনের আইনের আশ্রয় নিয়েছি যা হবার আদালতেই হবে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমির আলীকে আটক করা হয়েছে।