স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
গতকাল ২৫ মে, (শনিবার) ছিল দ্রোহ, প্রেম, সাম্যের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মজয়ন্তী।
কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটকের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি বরিশাল উদীচী ভবনে অনুষ্ঠিত হয়।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ও বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে মঞ্চে উপস্হিত ব্যক্তিবর্গ আলোচনা করেন। কবীর জীবনদর্শন নিয়ে আলোচনা করেন বরিশাল নাটকের সাধারন সম্পাদক পার্থ সারথী, উদীচী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরন। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এড. বিশ্বনাথ দাস মুন্সি, উদীচী বরিশাল নাটকের সংগঠক ও বাংলাদেশ আবৃত্তি সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, উদীচী বরিশাল নাটকের সংগঠক নজমুল হোসেন আকাশ ও উদীচী বরিশাল নাটকের সংগঠক মুকুল দাস।
সঞ্চালনায় ছিলেন উদীচী বরিশাল জেলা সংসদের সাধারন সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস। আলোচনার পরে সংগঠনের কর্মীদের আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।