কুকুর প্রভুভক্ত প্রাণী। এরকম অনেক নজির দেখা গেছে। কিন্তু কবরের মাটি খুঁড়ে শিশুকে উদ্ধার করবে কুকুর এমনটা অস্বাভাবিক বটে।
এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি গ্রামে। সেখানে জীবন্ত অবস্থায় কবর দেয়া এক নবজাতক শিশুকে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি কুকুর।
বিবিসির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শিশুটির মা ১৫ বছর বয়সী কিশোরী। তার পিতামাতার কাছ থেকে গর্ভধারণের কথা গোপন করার জন্য সে জ্যান্ত অবস্থায় শিশুটিকে পুঁতে দিয়েছিল।
পিংপং নামের কুকুরটিকে ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে থাইল্যান্ডের বান নং খাম নামের গ্রামটির একটি মাঠের মাটি খুঁড়তে দেখেন কুকুরটির মালিক। তিনি বলেন, তখন তিনি মাটির নিচ থেকে একটি শিশুর পা বের হয়ে আসতে দেখেন।
উদ্ধার হওয়া নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশুটিকে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তার বাবা-মা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।