স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:
ঝালকাঠিতে তিনতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খাদ্য সামগ্রী মজুত রাখার গোডাউন পুড়ে গেছে।
সোমবার দুপুরে শহরের মধ্য চাঁদকাঠি বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস জানায়, খাদ্য সামগ্রীর ব্যবসা করেন শহরের ব্যবসায়ী মো. খায়ের। বিশ্বরোড এলাকার সুফিয়া ম্যানশনের নিচ তলায় তার মালামাল রাখার গোডাউন ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে দুপুর পৌনে ২টায় গোডাউনে আগুন লাগে। দ্বিতীয় তলায় একটি বীমা কোম্পানির অফিস ও তৃতীয় তলায় ভাড়া বাসার লোকজন এতে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক মো. খায়ের জানান, আগুনে ভেতরের সব মালামাল পুড়ে গেছে। ঈদকে সামনে রেখে বাড়তি বিক্রির আশায় গোডাউনে মালামাল ভর্তি করা হয়েছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিটে দ্রুত আগুন গোডাউনে ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা যায়নি। স্থানীয়দের সহায়তায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণের কারণে দ্বিতীয় তলার সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির অফিস ও তৃতীয় তলার ভাড়া বাসার লোকজন রক্ষা পায়।