স্টাফ রিপোর্টার//জুবায়ের হোসাইন: আজ ঝালকাঠির সদরের মার্কেটগুলোয় করোনা পরিস্থিতিতেও ভীর লক্ষ করা যায়। তবে আজকে বিগত কয়েক দিনের চেয়ে আজ তুলনামূলক মানুষের ভীর কম লক্ষ করা গেছে। স্থানীয় একটি বাটার শো-রুম ম্যানেজার মো আক্তারুজ্জামান খান বলেন, আজকে আমাদের সহ আশেপাশের দোকনেও বিক্রি কমেছে গত কয়েক দিনের তুলনায়। শহরের রাস্তা গুলোতে তেমন ভীর দেখা যায়নি। তবে কিছু কিছু স্থানে ভীর বেড়েছে ; সরকারি ছুটির কারনে আজ ব্যাংক বন্ধ হয়ে যাবে বিধায় সেখানেও ভীর লক্ষ করা গেছে। এছাড়াও নিত্য- প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য মুদি দোকানে বেশ ভীর লক্ষ করা গেছে।