স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:
মো: জহিরুল ইসলাম পেশায় একজন পশু ডাক্তার। চাকরীর পাশাপাশি পেয়ারা বাগান করে সে বাড়তি আয় করে।
ছবি: তানজিম হোসাইন রাকিব
তার এই মহৎ উদ্যেগে যেমন বেকার যুবকেরা আত্মকর্মসংস্থানী হওয়ার অনুপ্রেরনা পায়, তেমনি গ্রামের মানুষ কর্মসংস্থানের সুযোগ পায়। অন্যদিকে নিজেরও বাড়তি একটা আয় হয়।
ছবি: তানজিম হোসাইন রাকিব
পেয়ারা বাগানের পাশাপাশি তার বড়ই বাগানও আছে। তার এই উদ্যোগ ঝালকাঠীতে চমক সৃষ্টি করেছে।