আগামি ৩০ মে থেকে ইংল্যান্ডে বসতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তার আগে নিজেদের মধ্যে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলছে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো।
আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার। ব্রিস্টলে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। এই ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্বে নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি খেলছেন না। তার পরিবর্তে দলের অধিনায়কত্ব করছেন অলরাউন্ডার জেপি ডুমিনি।
নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামি ২৮ তারিখ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৩১মে পাকিস্তানের মুখোমুখি হবে ক্যারিবীয়রা। অন্যদিকে ৩০মে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ২ই জুন বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।