চিদাম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতেছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ার।
জ্বরের কারণে আগের ম্যাচে চেন্নাই একাদশে ছিলেন না অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ফিরেছেন। একাদশে ফিরেছেন ফাফ ডু প্লেসিস আর রবীন্দ্র জাদেজাও।
দিল্লি একাদশে নেই কাগিসো রাবাদা আর ইশান্ত শর্মা। রাবাদার পিঠের আর ইশান্তের অ্যাঙ্কেলের চোট। তাদের বদলে একাদশে এসেছেন ট্রেন্ট বোল্ট আর সচিথ।
দুই দলেরই প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। সমান ১২ ম্যাচে সমান ৮ জয়ে ১৬ পয়েন্ট উভয়েরই। তবে রানরেটে এগিয়ে থাকা দিল্লি আছে এক নাম্বারে, চেন্নাই দুইয়ে।
চেন্নাই একাদশ : ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেদর যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহাার, হরভজন সিং, ইমরান তাহির।
দিল্লি একাদশ : পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, কলিন ইনগ্রাম, শেরফান রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, সন্দ্বীপ লামিচানে, অমিত মিশ্র, জে সচিথ, ট্রেন্ট বোল্ট।