টিএসসিতে কোন হামলার কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
রাব্বানী বলেন, ‘আলোচনা চলার এক পর্যায়ে তক-বিতর্ক শুরু হলে কয়েকজনকে নিবৃ্ত্ত করা হয়। কাউকে মারধর করা হয়নি। পদবঞ্চিতরা নাটক শুরু করেছে।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সেখানে হট টক হয়েছে। আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। মান-অভিমান হয়েছে, একপর্যায়ে হট্টগোলের মতো হয়েছে। আমি ও ছাত্রলীগের সভাপতি ছিলেন। আমরা দুইপক্ষকে সরিয়ে দিয়েছি। এখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি। তারা এটিকে ইস্যু করতে চাইছে। কোনো ধরনের হাতাহাতির ঘটনা ঘটেনি।’
শনিবার (১৮ মে) দিনগত রাত আড়াইটার দিকে পদবঞ্চিতদের সাথে সভাকালে এসব ঘটনা ঘটে।