স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশাল ডি ডাব্লিউ এফ গ্রুপের দুই দিন ব্যাপী অরিয়েন্টেশন প্রোগ্রাম অন রিভাইজড এন্ড আপডেটেড কারিকুলাম ফর ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, এক্সামিনেশন সিস্টেম এন্ড কোর্স অর্ডিনেস এর আজ ১৯ মে (রবিবার) ছিল ২য় এবং সমাপনী দিন। এই অরিয়েন্টেশন প্রোগ্রামে আজ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি নিয়ে আলোচনা করা হয়। আজ অরিয়েন্টেশন প্রোগ্রাম এর সেশন পরিচালনা করেন প্রফেসর হরিদাস অধিকারী। তিনি আপডেটেড কারিকুলাম ফর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি নিয়ে আলোচনা করেন। সেশনের ২য় পর্বের শুরুতেই পরিচিতি পর্ব দিয়ে শুরু হয় প্রোগ্রাম। ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো জহিরুল ইসলাম সকলের জন্য ফেস্টিভ্যাল বোনাস ঘোষণা করেন। এরপর আসে পদন্নোতি পর্ব। ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের জয়েন্ট ডিরেক্টর ফিন্যান্স থেকে পদন্নোতি পেয়ে ডিরেক্টর(ফিন্যান্স,কমিউনিকেশন এন্ড অডিট) হন লিটু আহসান।
ডেপুটি ডিরেক্টর থেকে পদন্নোতি পেয়ে জয়েন্ট ডিরেক্টর হন মোঃ হাসিবুল ইসলাম।লেকচারার থেকে পদন্নোতি পেয়ে সহঃ অধ্যাপক হন কৃষ্না রানী। মাদারিপুর ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের লেকচারার থেকে পদন্নোতি পেয়ে সহঃ পরিচালক(ফিন্যান্স এন্ড কমিউনিকেশন) হন বেল্লাল হোসাইন। । লেকচারার থেকে পদন্নোতি পেয়ে সহঃ পরিচালক(একাডেমিক) হন আব্দুল মান্নান। কমিউনিকেশন কো-অর্ডিনেটর থেকে পদন্নোতি পেয়ে এডমিন অফিসার হন মোঃ মামুন সিরাজুল হক। পটুয়াখালীর জহির-মেহেরুন নার্সিংকলেজের অতিঃ পরিচালক থেকে পদন্নোতি পেয়ে পরিচালক (ফিন্যান্স,কমিউনিকেশন এন্ড অডিট) হন মোঃ মহিউদ্দিন।
এছারাও বার্ষিক ইনক্রিমেন্ট পান মানস কুমার নাথ, কোর্স কো-অর্ডিনেটর, রাজধানী নার্সিং কলেজ এবং সাব্বির হোসেন, প্রভাষক, ডি ডাব্লিউ এফ ম্যাটস, পটুয়াখালী। পদন্নোতি পর্ব শেষে সাবজেক্ট ও মার্কিং এর উপর গ্রুপ ওয়ার্ক এবং প্রেজেন্টেশন করা হয়। ৪টা গ্রুপে ভাগ হয়ে সকল অংশ গ্রহণকারি এই গ্রুপ ওয়ার্ক এবং প্রেজেন্টেশনে অংশ গ্রহন করেন। ভাইভা পরীক্ষা নেয়ার পদ্ধতি উপরে ডেম ক্লাস নেয়া হয়। ডেম ক্লাস পরিচালনা করেন প্রফেসর হরিদাস অধিকারী। এ অরিয়েন্টেশন কোর্সে, সমাপনী বক্তব্য রাখেন প্রফেসর হরিদাস অধিকারী,রাজধানী নার্সিং কলেজ,বরিশাল।আলেয়া পারভীন, অধ্যক্ষ, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ বরিশাল। মেহেরুন নেসা, চেয়ারম্যান, জহির-মেহেরুন নার্সিং কলেজ,পটুয়াখালী। বিশিষ্ট সাংবাদিক সাইফুর রহমান মিরন, সম্পাদক, দৈনিক ভোরের আলো। মার্গারেট সরোজিনি বিশ্বাস, অধ্যক্ষ, মাদারিপুর ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ, মাদারীপুর। এবং প্রধান অতিথি অধ্যাপক মো জহিরুল ইসলাম, চেয়ারম্যান ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ। পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের অধ্যক্ষ শামসুন নাহার সমাপনী বক্তব্যের মাধ্যমে ২দিন ব্যাপী অরিয়েন্টেশন প্রোগ্রাম অন রিভাইজড এন্ড আপডেটেড কারিকুলাম ফর ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, এক্সামিনেশন সিস্টেম এন্ড কোর্স অর্ডিনেস এর সমাপ্তি ঘোষণা করেন।